MASIGNASUKAv102
6510051498749449419

ভোটের আগে নতুন প্রকল্প 'পাড়ায় পাড়ায় সমাধান',ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটের আগে নতুন প্রকল্প 'পাড়ায় পাড়ায় সমাধান',ঘোষণা মুখ্যমন্ত্রীর
Add Comments
Tuesday, October 19, 2021

ভোটের আগে নতুন প্রকল্প 'পাড়ায় পাড়ায় সমাধান',ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকারের পর এবার 'পাড়ায় পাড়ায় সমাধান' নাম দিয়ে আরও একটি প্রকল্প চালু করল রাজ্য সরকার ওই প্রকল্পে স্থানীয় স্তরের ছোটো ছোটো কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী

'দুয়ারে সরকার' প্রকল্পে সাফল্যেরর পর এবার 'পাড়ায় পাড়ায় সমাধান' সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকল্পে স্থানীয় স্তরে কালভার্ট, ঐচ্ছিক ক্লাসঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ছোটখাটো রাস্তা, পাড়ায় পাড়ায় শৌচালয়, জলের পাইপলাইনের মতো ছোটো ছোটো কাজ দ্রুত সম্পন্ন করা হবে নতুন বছরে জানুয়ারি থেকে ওই প্রকল্প চালু হবে শেষ হবে ১৫ ফেব্রুয়ারি

মুখ্যমন্ত্রী বলেন, "সামনে বিধানসভা নির্বাচন ফলে তার আগে যদি পাড়ায় পাড়ায় সমাধানে কাজ শেষ করা না যায় তাহলে আবেদনকারীকে ফোনে জানিয়ে দেওয়া হবে কতটা কাজ হয়েছে"