MASIGNASUKAv102
6510051498749449419

র‍্যাম আর রোমের মধ্যেপার্থক্য ll আপনি কি র‍্যাম আর রোমের মধ্যের পার্থক্য জানেন!

র‍্যাম আর রোমের মধ্যেপার্থক্য ll আপনি কি র‍্যাম আর রোমের মধ্যের পার্থক্য জানেন!
Add Comments
Wednesday, August 11, 2021

 

আপনি কি র‍্যাম আর রোমের মধ্যের পার্থক্য জানেন!




  • আজকে আমরা র‍্যাম আর রোমের মধ্যের পার্থক্য দেখে নেব

কোন ফোন বা ল্যাপটপ কেনার আগে আমরা তার র‍্যাম আর রোমের বিষয়ে খোঁজ তো নি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়ত এদের মুল পার্থক্যতা সঠিক ভাবে জানেন না। আবার অনেকি আছেন যারা এর বিষয়ে কি পার্থক্য তা একদমই জানেন না। আবার অনেকে হয়ত জানি তবে একটা দীর্ঘ সময় পর্যন্ত আগে জানতামনা যে র‍্যাম আর রোমের পার্থক্য কি। আপনি কী জানেন? আমি নিজেও কিন্তু একটা সময় পর্যন্ত এদের পার্থক্য জানতাম না। আমরা রোম কে স্টোরেজ বা র‍্যামকে স্পিড হিসাবে জানি। কিন্তু এদের মধ্যে কি পার্থক্য শুধু এই? নাকি আর কোন পার্থক্য আছে? দীর্ঘদিনের এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আজকের এই আর্টিকেলের মুল উৎস।

আর এসবের আগে আমরা এদের সম্পূর্ণ নামটাও জেনে নি। র‍্যামের সম্পূর্ণ নাম র‍্যান্ডাম মেমারি আর রোমের সম্পূর্ণ নাম রিড ওনলি মেমারি। আর এছাড়া আমরা এর বিষয়ে খুব একটা বেশি কিছু জানতামনা। আর আমরা অনেক ভেবে চিনতে দেখে শুনেই এদের পার্থক্য আপনাদের সামনে নিয়ে এসেছি।

যখন আমরা ইন্টারনেটে এর বিষয়ে সার্চ করেছিলাম তখন আমাদের সামনে অনেক কিছু দেখা গেছিল। অনেকে তো এও জানেন না যে এটা আসলে কি। আবার এক সময়ে অনেকে যারা অনেক দিন ধরে ল্যাপটপ বা স্মার্টফোন ব্যাবহার করেছেন তারা এর বিষয়ে জানলেও এদের মধ্যে পার্থক্য জানতে না।আসুন এবার দেখা যাক যে এদের মধ্যে আসলে পার্থক্য কি।

আমরা যদি প্রথমে র‍্যামের  বিষয়ে দেখি তবে এটি এমন একটি জিনিস যা ডাটা নিজের কাছে সেভ করে রাখার জন্য তার পাওয়ার ইত্যাদি দরকার হয়। আর এছাড়া এর কানেকশান পাওয়ার থেকে আলাদা হয়ে যায় এতে থাকা সব তথ্য উড়ে যায়।

আর এছাড়া রোম বিষয়ে আমরা যদি বলি তবে এটি র‍্যামের থেকে ভিন্ন, এটি এমন একটি চিপ যা পরিবর্তনশীল নয়। আর আপনি যদি এতে একবার ডাটা সেভ করে নেন তবে একে আর চেঞ্জ করা যায়না। যেমনটা আপনাদের প্রথমেই বলেছিলাম যে একে রিড ওনলি মেমার বলে। মানে একনবার ডাটা সেভ হলে এটি পড়া যায় আর তা পরিবর্তন করা যায়না। ইংরেজিতে একে নন ভোলোটাইপ স্টোরেজ বা মেমারি বলা হয়।

  এই ইলেক্ট্রনিক্স জিনিস গুলির ওপরে Paytm অসাধারন ডিল দিচ্ছে জানুন  

সব থেকে বড় পার্থক্য এদের মধ্যে কার কিছু ছোট পার্থক্য। যে বিষয়ে কথা বলা দরকার কারন আমরা বিস্তৃত আর স্পস্ট ভাবে এদের মধ্যেকার পার্থক্য জানতে চাই। আর আপনাদের বলে রাখি যে বড় পার্থক্য ছাড়াও এদের মধ্যে কিছু ছোট পার্থক্য এদের একে অপরের থেকে আলাদা করে। আসুন তবে এদের ছোট পার্থক্য গুলি দেখা যাক।

  • র‍্যাম আপনি কোন ডিভাইসের প্রতিদিনের কাজে ব্যাবহার করতে পারবেন আর এছাড়া রোম আপনি শুধু তখনই ব্যাবহার করা সম্ভব যখন এটি ডিভাইস তৈরির সময়ে হবে।
  • আর আপনি যদি রোমে ডাটা সেভ করতে চান তবে আপনাদের বলে রাখি যে তা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে র‍্যামের ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টো হয়।

আর এছাড়া আমরা কম্পিউটারের মধ্যে র‍্যাম আর রোমের মধ্যে পার্থক্য জানতে চাই তবে বলে রাখি যে এর প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। বা এও বলা যায় যে এটি একে অপরের থেকে অনেক আলাদা। আমরা পরে আপনাদের এই নিয়ে বলব।